হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আমালী-এ-তুসী" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
হযরত মুহম্মাদ(সা.) বলেছেন:
إِنَّ اللَّهَ (تَبَارَكَ وَ تَعَالَى) لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَ لَا إِلَى أَمْوَالِكُمْ وَ لَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَ أَعْمَالِكُمْ.
সর্বশক্তিমান আল্লাহ তোমাদের চেহারা দেখেন না কিন্তু তোমাদের হৃদয় এবং কর্ম দেখেন।
(আমালী (তুসী), পৃ. ৫৩৬)